বাণিজ্য সময় বিমান ভ্রমণে ২০১৭ সাল সবচেয়ে নিরাপদ বছর নির্বাচিত
০৩-০১-২০১৮, ১১:৩১
বাণিজ্য সময় ডেস্ক
বিমানে ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ বছর হিসেবে বিবেচিত হয়েছে ২০১৭ সাল। ডাচ প্রতিষ্ঠান 'টু সেভেনটি' এবং 'দ্যা এয়ারলাইন্স সেফটি নেকওয়ার্ক' এর গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
বিমান উড্ডয়ন ও অবতরণে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও ঘটেছে ছোটখাটো কিছু দুর্ঘটনা। গবেষণা প্রতিবেদন বলছে, গেলো বছর ১০টি বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে, যেখানে মৃতের সংখ্যা ৭৯।
যেখানে ২০১৬ সালে ১৬টি বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে ৩শ' ৩ জনের। এরমধ্যে ২০১৭ সালের জানুয়ারিতে তুরস্কের কার্গো বিমান বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যুই বছরের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।