বাণিজ্য সময় বোম্বারডিয়ারের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র
২২-১২-২০১৭, ১৬:৪৯
বাণিজ্য সময় ডেস্ক

কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বারডিয়ারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠানের দায়ের করা অভিযোগের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তর। তদন্তে দেখা গেছে, বোম্বারডিয়ারকে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেয়া হয়, পাশাপাশি বাজার ধরতে সি সিরিজের বিমানগুলো যুক্তরাষ্ট্রে স্বল্পমূল্যে সরবরাহ করে বোম্বারডিয়ার।
এরপর বোম্বারডিয়ারের বিমান রফতানির ক্ষেত্রে প্রায় ৩শ' শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ২০১৬ সালে ডেল্টা এয়ারলাইন্সের কাছে সি সিরিজের প্রতি বিমান ২ কোটি ডলার দাম ধরে ৭৫ টি বিমান বিক্রি করে বোম্বারডিয়ার, যেখানে এ বিমানগুলোর মূল্য ৩ কোটি ৩০ লাখ ডলার।
এ বিষয়ে আরো তদন্তের পর বোয়িংয়ের কি কি ক্ষতি হয়েছে, তা বের করে ২০১৮ সালে বোম্বারডিয়ারের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য অধিদপ্তর।
এ বিষয়ে আরো তদন্তের পর বোয়িংয়ের কি কি ক্ষতি হয়েছে, তা বের করে ২০১৮ সালে বোম্বারডিয়ারের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য অধিদপ্তর।
/ফাএ