বাণিজ্য সময় বাণিজ্য দ্বন্দ্ব নিয়ে শিগগিরই সমঝোতায় আসতে চায় বোম্বারডিয়ার
১৯-১২-২০১৭, ১১:৩৬
বাণিজ্য সময় ডেস্ক

বাণিজ্যে দ্বন্দ্ব নিয়ে শিগগিরিই সমঝোতায় আসতে চায় যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বারডিয়ার।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের কাছে বোয়িং অভিযোগ জানায়, বোম্বারডিয়ারের সি সিরিজের যাত্রীবাহী বিমানের চুক্তি যুক্তরাষ্ট্রের একটি এয়ারলাইন্সকে ক্ষতিগ্রস্ত করেছে।
বোয়িং আরো অভিযোগ করে, বাণিজ্য নীতি ভঙ্গ করে সুলভ মূল্যে ডেল্টা এয়ারলাইন্সের কাছে বিমান বিক্রি করছে বোম্বারডিয়ার। এদিকে, বোম্বারডিয়ারের দাবি, ডেল্টা এয়ারলাইন্সের সাথে তাদের সি সিরিজের ১শ' ২৫ টি বিমানের চুক্তির কোন নেতিবাচক প্রভাব বোয়িংয়ের ওপর পড়েনি।
/ফাএ