বাণিজ্য সময় সারাদেশে সব কর অঞ্চলে আয়কর মেলা শুরু
১২-১১-২০১৭, ১৮:১৩
বাণিজ্য সময় ডেস্ক

আজ থেকে সারাদেশের সব কর অঞ্চলে শুরু হয়েছে আয়কর মেলা। সংশ্লিষ্টরা বলছেন, সদ্য শেষ হওয়া আয়কর মেলার মতোই এক জায়গাতেই করদাতারা রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
রোববার সকাল থেকে বিভিন্ন কর অঞ্চল ঘুরে দেখা যায়, করদাতারা সুশৃঙ্খলভাবে কোনো ঝামেলা ছাড়াই রিটার্ন দাখিল করেন। মেলার পরিবেশেই এক জায়গায় সব সেবা পেয়ে খুশি করদাতারা। ভিড় না থাকায় সহজেই কর দেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, দিন বাড়ার সাথে সাথে মেলায় আগত করদাতার সংখ্যাও বাড়বে। সারাদেশের সব কর অঞ্চলে মেলা চলবে আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত। তবে ঢাকার সব কর অঞ্চলে ইনকাম ট্যাক্স আইডি কার্ড দেয়া করা হবে আগামী ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।