ভ্রমণ রোহিঙ্গা সমস্যা পর্যটন খাতকে ঝুঁকিতে ফেলতে পারে
১৯-১০-২০১৭, ১১:২১
ভ্রমণ সময় ডেস্ক

রোহিঙ্গা সমস্যা পর্যটন খাতকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সহযোগী মনোভাব থাকলে এ অঞ্চলের পর্যটন সম্ভাবনা আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গতকাল (বুধবার) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, 'আমাদের পর্যটনের যে জায়গাটিতে রোহিঙ্গারা এসেছে। এটি ভবিষ্যতে সংকট সৃষ্টি করতে পারে। আমারা যদি ট্যুরিজমের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার ব্যাপারটি ডেভেলপ করতে পারি তাহলে তাদের ওখানে যে পর্যটকরা আসবে তারা বাংলাদেশেও আসবে।'