খেলার সময় সিরিজ বাঁচাতে বুধবার মাঠে নামছে মাশরাফিরা
১৭-১০-২০১৭, ১৯:২৬
ভ্রমণ সময় ডেস্ক

সিরিজ বাঁচাতে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পার্লে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। ব্যাটিং সহায়ক উইকেটেও বড় স্কোর করতে পারেননি অধিকাংশ ব্যাটসম্যানই। তবে, মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে টাইগাররা। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। ব্যাট হাতে এই ছন্দটা ধরে রাখতে চাইবেন তিনি। সেই সঙ্গে, জ্বলে ওঠার অপেক্ষায় সাকিব-মাহমুদুল্লাহরাও।
তবে, প্রথম ওয়ানডেতে দলের নিষ্প্রাণ বোলিংটা হতাশ করেছে সবাইকে। তাই পার্লে দারুণ কিছুর খোঁজে থাকবেন টাইগার বোলাররা। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজ। তার জায়গায় দলে ফিরেছেন শফিউল ইসলাম।