খেলার সময় টেস্ট দলে ফিরলেন টেইলর-জার্ভিস
১৭-১০-২০১৭, ১৮:৩৯
ভ্রমণ সময় ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ব্রেন্ডন টেইলর ও কাইল জার্ভিস।
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত সলোমন মিরেও জায়গা পেয়েছেন স্কোয়াডে। এই সিরিজেই টেস্ট জার্সিতে অভিষেক হতে পারে তার। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা স্কোয়াডে, বড়সড় পরিবর্তন এনেই এই দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ১৬ সদস্যের দলে আছে ৭টি পরিবর্তন। মূলত ২০১৯ আইসিসি বিশ্বকাপে কোয়ালিফাই করার লক্ষ্যে, ক্রিকেট বোর্ডের নতুন প্রশাসনিক কাঠামোর অধীনে সবকিছু ঢেলে সাজাতে চায় জিম্বাবুয়ে। তাই আসন্ন সিরিজগুলোতে অভিজ্ঞদের প্রাধান্য দেবে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের পর, ৪ দিনের টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, চামু চিবাবা, ক্রেইগ এরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, পেটার মুর, রেগিস চাকাভা, মিচেল সিনুয়া, ক্রিস এমপোফু, কাইল জার্ভিস, টেনডাই সিসোরো এবং নাইশা মায়াভো।