খেলার সময় রাতে মুখোমুখি হচ্ছে ম্যানসিটি-নাপোলি, নামছে লিভারপুলও
১৭-১০-২০১৭, ১৩:৫৪
ভ্রমণ সময় ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে রাতে লিভারপুল লড়বে মাইবোরের বিপক্ষে। আর সেভিয়ার প্রতিপক্ষ স্পার্তাক মস্কো। এছাড়া ঘরের মাঠে ম্যানসিটি আতিথ্য দেবে নাপোলি'কে। সবগুলো ম্যাচই শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
ম্যানসিটি-নাপোলি। ইপিএল-সিরিআ'র দুই টেবিল টপারের লড়াই। তাইতো নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স লিগের স্পট লাইট-টা থাকবে এ ম্যাচকে ঘিরেই।
এবারের মৌসুমে প্রতিপক্ষকে নিয়ে যেন ছেলে খেলা করছেন সিটি কোচ পেপ গার্দিওলা। পুরানো ফরমেশন ৩-৫-২ ছেড়ে দলকে খেলাচ্ছেন ৪-৩-৩ ছকে। আর তাতেই হয়েছে বাজিমাত। এ মৌসুমের ১০ ম্যাচে ৩.৫ গড়ে প্রতিপক্ষের জালে তার শিষ্যরা দিয়েছে ৩৫ গোল।
সার্জিও আগুয়েরো'র অভাব যেন বুঝতেই দিচ্ছেন না গ্যাব্রিয়েল জেসুস, রাহিম স্ট্যারলিং কিংবা লেরয় সানে'রা। তার উপর ইত্তেহাদে ২০১৬ সালের ৩রা ডিসেম্বর থেকে অপরাজিত থাকার রেকর্ডটা, সিটজেনদের আত্মবিশ্বাসের পালে দিচ্ছে বাড়তি হাওয়া।
অবশ্য ছন্দে আছে নাপোলিও। এ মৌসুমে ৬ গোল আর ৩ এসিস্টে সিটি ডিফেন্সে কাঁপন ধরাতে প্রস্তুত দলটির স্প্যানিশ উইঙ্গার হোসে ক্যালিহন। ২০১১ সালে এই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, স্কাই ব্লুদের মাঠেই তাদের ১-১ গোলে রুখে দিয়েছিলো লাইট ব্লু'রা। সে ম্যাচ থেকেই প্রেরণা খুঁজতে চাইবে উয়েফা কাপের ১৯৮৯ সালের শিরোপা জয়ীরা।
উত্তেজনার রেণু ফুটছে লিভারপুল আর অখ্যাত মারিবোরের ম্যাচেও। চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই চমক দেখানো অল রেডরা, 'ই' গ্রুপে এখনও জয়হীন। তাইতো নক আউট পর্ব নিশ্চিত করতে স্লোভেনিয়ার এই ক্লাবটির বিপক্ষে জয় চাই হেন্ডারসন বাহিনীর।
রাউন্ড থ্রি'র আরেক ম্যাচে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো স্পার্তাক মস্কো'র মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট সেভিয়া। নিজেদের শেষ ৫ ম্যাচের ৩ টিতেই জয় নিয়ে দারুণ ফর্মে লস রোজিব্লাঙ্কোস'রা। তাইতো এ ম্যাচেও সে ধারা অব্যাহত রাখতে চাইবে এদোয়ার্দো বাউজার শিষ্যরা।