খেলার সময় ইতিহাস কথা বলছে রোনালদোদের পক্ষেই
১৭-১০-২০১৭, ১৩:৩৯
ভ্রমণ সময় ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। দু'দলেরই সমান ৬ পয়েন্ট থাকায়, এ ম্যাচ জয়ী দল উঠবে এইচ গ্রুপের শীর্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
এইচ গ্রুপে রিয়াল-টটেনহ্যাম ম্যাচ, মিস করবে একজন গ্যারেথ বেলকে। স্পারসদের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা বেল, ইনজুরিরি কারণে এ ম্যাচে থাকছেন না মাদ্রিদ ডাগআউটে।
তবে ক্রিস্টিয়ানোর ফর্মে ফেরা আর টটেনহ্যামের বিপক্ষে খেলা আগের ৪ ম্যাচের ৩টিতেই বড় জয়, নির্ভার করছে জিদান শিষ্যদের। আর স্পার্সদের রক্ষণে ছড়ি ঘোড়াতে প্রস্তুত তাদের আরেক ঘরের ছেলে লুকা মদ্রিচ।
তবে জিদানের সবচেয়ে বড় চিন্তা যে হ্যারি কেইনকে নিয়ে সেটা একরকম বলাই যায়। চ্যাম্পিয়ন্স লিগের নিজেদের সবশেষ ৫ ম্যাচে ৭ গোল করেছেন কেন। চলতি মৌসুমে স্পরসদের ছয় গোলের সবকটিতেই অবদান আছে কেইনের। প্রথমটিতে সহায়তা করেছেন বাকি পাঁচটি করেছেন নিজেই।
ইতিহাস অবশ্য কথা বলছে রিয়ালের পক্ষেই। ইউরোপীয়ান প্রতিযোগিতায় এখন পর্যন্ত টটেনহ্যামের কাছে কখনোই হারেনি রিয়াল। চার বারের দেখায় তিনবারই জিতেছে মাদ্রিদিস্তানরা, বাকি একবার হয়েছে ড্র। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের গত ২৯ ম্যাচে হারেনি রোনালদোরা। ২০১২ সালে অক্টোবরে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে সবশেষ হেরেছিলো তারা।