x

শিক্ষা সময় ব্যবসায় সফল এক প্রেমিক যুগলের গল্প

১২-০৪-২০২১, ১৫:৩৯

শিক্ষা সময় ডেস্ক

fb tw
ব্যবসায় সফল এক প্রেমিক যুগলের গল্প
06
করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বন্ধ হয়ে যাবার পর বাড়ি ফিরে অলস সময় না কাটিয়ে অনেক শিক্ষার্থী উদ্যোক্তা হয়েছেন। সফলতার দেখা পেয়েছেন অনেকে। কেউবা একা, কেউবা অংশীদার নিয়ে ব্যবসা করছেন। তবে অংশীদার যদি একে অপরের মনের মানুষ হয় তাহলে এমন এক গল্পের যুগলের নাম রেজুয়ান রহমান রমি ও ফৌজিয়া খান রাইসা। দুজন দুজনার মনের মানুষ। দুজনই বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পড়ালেখা করছেন। 
রমির বাড়ি টাঙ্গাইলে আর রাইসার বাড়ি মানিকগঞ্জে। করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় বাড়িতে ফিরতে হয় তাদের তবে বাড়িতে ফিরে অলস সময় কাটাননি তারা। চেষ্টা করেছেন উদ্যোক্তা হতে। শুরু করেন টাঙ্গাইলের তাঁতের শাড়ি নিয়ে ব্যবসা। গত বছরের জুলাই মাস থেকে এ পর্যন্ত বিক্রির পরিমাণ ১৭ লাখ টাকা ছাড়িয়েছে। বিক্রি করেছেন প্রায় ৩ হাজার পিস শাড়ি। 
তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয় সময় নিউজের। তারা জানান, টাঙ্গাইলের তাঁতের শাড়ির নিয়ে তারা ব্যবসা শুরু করেন। এখন পাঞ্জাবি, তাঁতের থ্রিপিসও রাখা হয়েছে। এ পর্যন্ত লাভ হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ টাকা। অথচ কোনো পুঁজি ছাড়াই তারা এই ব্যবসা শুরু করেন।
তারা আরও জানান, টাঙ্গাইলে প্রস্তুতকৃত ও নিজস্বভাবে তৈরি করা তাঁতের শাড়ি সংগ্রহ করে বিক্রি করা হয়। ফেসবুক পেজ ও গ্রুপ আছে ‘কাঠের পুতুল’ নামে। 
এ ব্যবসাতে দুজনের কাজ ও লাভ ভাগাভাগির বিষয়ে রেজুয়ান ও রাইসা জানান, দুজনই অর্ডার নেন, কাজ করেন। লাভের অংশ ভাগাভাগি করেন না। যার যা দরকার সেভাবে তুলে নেন। প্রেম নিয়েও খোলামেলা বলতে প্রস্তুত এই যুগল। জানালেন, প্রেমের ৩ বছর পার হয়েছে, পারিবারিকভাবে সবাই জানে। এই ব্যবসা নিয়ে পরিকল্পনার বিষয়ে তারা জানান, ব্যবসাটি আরও সামনে নিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের পাশে একটি দোকান ভাড়া নিয়েছেন। আর পড়ালেখা শেষ করে বিভাগীয় শহরে শো-রুম করার পরিকল্পনা আছে এবং এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কর‍তে চান।
সিফাত/

করোনা ভাইরাস লাইভ

আরও সংবাদ

করোনা ভাইরাস লাইভ ›

লাইভ অনুষ্ঠান বুলেটিন ছবি ভিডিও টিভি আর্কাইভ
বাংলার সময়
বাণিজ্য সময়
বিনোদনের সময়
খেলার সময়
আন্তর্জাতিক সময়
মহানগর সময়
অন্যান্য সময়
তথ্য প্রযুক্তির সময়
রাশিফল
লাইফস্টাইল
ভ্রমণ
প্রবাসে সময়
সাক্ষাৎকার
মুক্তকথা
বাণিজ্য মেলা
রসুই ঘর
বিশ্বকাপ গ্যালারি
বইমেলা
উত্তাল মার্চ
সিটি নির্বাচন
শেয়ার বাজার
জাতীয় বাজেট
বিপিএল
শিক্ষা সময়
ভোটের হাওয়া
স্বাস্থ্য
ধর্ম
চাকরি
পশ্চিমবঙ্গ
ফুটবল বিশ্বকাপ
ভাইরাল
সংবাদ প্রতিনিধি
সর্বশেষ সংবাদ
অনুসদ্ধান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
GoTop