খেলার সময় বাংলাদেশ জয় করে অলিম্পিকে চোখ মাবিয়ার
০৭-০৪-২০২১, ২১:৪৩
খেলার সময় ডেস্ক

নবম বাংলাদেশ গেমসে ভারোত্তোলনে নতুন জাতীয় রেকর্ড গড়লেন, মাবিয়া আক্তার সীমান্ত। আনসারের এই ভারোত্তোলক ৬৪ কেজি ওজন শ্রেণিতে ১৮১ কেজি তুলে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে স্বর্ণ জয় করেন।
এছাড়া বিভিন্ন ওজন শ্রেণিতে রেকর্ড হয়েছে আরো ৫টি। টানা দুই এসএ গেমসে স্বর্ণ জয় করা মাবিয়া এখন স্বপ্ন দেখছেন অলিম্পিকে অংশগ্রহণের।
টানা দুই এসএ গেমসে ভারোত্তোলনে স্বর্ণ জয়। মাবিয়া আক্তার সীমান্ত দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খেলাটির বড় তারকা।
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভারোত্তোলন দু'দিন আগে শুরু হলেও, সবার নজর ছিল সীমান্তের দিকে।
বুধবার মাবিয়া পদক জয়ের লড়াইয়ে নামেন। গেলো এসএ গেমসে পদকজয়ী অনেকেই এবারের গেমসে ব্যর্থ হয়েছেন পদক জিততে। তবে মাবিয়া ব্যতিক্রম। ময়মসিংহের জেলা জিমন্যাশিয়ামে নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক পেয়েছেন প্রত্যাশিত সাফল্য। তিন বছর আগে গড়া নিজের রেকর্ড ভেঙ্গেছেন স্বর্ণ জয়ের মধ্য দিয়ে।
৬৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ এবং ক্লিন এন্ড জার্কে রেকর্ড গড়ে মোট ১৮১ কেজি তুলেছেন মাবিয়া। এর মধ্যে স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন এন্ড জার্ক ১০১ কেজি তোলেন তিনি। ২০১৮ সালে আন্তঃসার্ভিস ভারোত্তোলনে ১৭৯ কেজি তোলা মাবিয়া, এবার নিজেরই রেকর্ড ভেঙ্গে তুললেন দুই কেজি বেশি।
স্বর্ণ জয়ের আনন্দ তো ছিলো। এখন মাবিয়া দেখছেন বড় স্বপ্ন।