প্রবাসে সময় কাতারে প্রথমবারের মতো করোনায় একদিনে ৬ জনের মৃত্যু
০৭-০৪-২০২১, ১২:৪৮
ওয়েব ডেস্ক
কাতারে প্রথমবারের মতো করোনায় একদিনে রেকর্ড ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আক্রান্তদের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে, সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। এ অবস্থায় প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
কাতারে করোনার দ্বিতীয় ডেউয়ে ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। দেশটিতে মঙ্গলবার একদিনেই রেকর্ড প্রায় এক হাজার শনাক্ত হয়েছেন। সেই সঙ্গে প্রথমবারের মতো একদিনে মৃত্যু হয়েছে ৬ জনের।
সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ অবস্থায় নিজ নিজ অবস্থান থেকে বিধিনিষেধ মেনে চলার পরামর্শ তাদের।
সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সরকার যেসব কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন তা সঠিকভাবে মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
কাতারে এরই মধ্যে প্রায় ১০ লাখ মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে।
দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮ হাজারের বেশি। এ পর্যন্ত ৪০ বাংলাদেশিসহ করোনায় প্রাণ হারিয়েছেন তিন শতাধিক মানুষ।