x

শিক্ষা সময় চবির রাস্তায় ‘ভয়ঙ্কর’ অজগর

০৫-০৪-২০২১, ১৮:০০

শিক্ষা সময় ডেস্ক

fb tw
চবির রাস্তায় ‘ভয়ঙ্কর’ অজগর
06
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস বন্ধ থাকায় বেড়েছে বন্যপ্রাণীর আনাগোনা। চলতি বছরের বিভিন্ন সময় ক্যাম্পাসের লোকালয়ে দেখা মিলেছে মায়া হরিণ, শুয়োর ও বানরসহ নানা বন্যপ্রাণীর। 
রোববার (০৪ এপ্রিল) দিনগত রাতে ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় মিলল বিশালাকৃতির অজগর। উদ্ধারকৃত ১৫ ফুট লম্বা সাপটির ওজন ১০ কেজি।  সাপটিকে উদ্ধার করে ক্যাম্পাসের নিরাপত্তা দফতরে পাঠিয়েছে শিক্ষার্থীরা। 
জানা গেছে, এসময় ওই সাপের কামড়ে এক শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেন, চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদেক হোসেন টিপু ও স্থানীয় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এক কলেজ শিক্ষার্থী। তাদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তারা দুজনেই সুস্থ আছেন।
বিষয়টি নিশ্চিত করে চবির নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার মো. আবুল বাশার বলেন, শিক্ষার্থীরা সাপটি উদ্ধার করে নিরাপত্তা দপ্তরে নিয়ে আসে। এটি প্রায় ১৫ ফুট লম্বা এবং ওজন ১০ কেজির মতো। বর্তমানে সাপটি নিরাপত্তা দপ্তরেই রয়েছে। আমরা প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষকদের সাথে কথা বলেছি। তাদের পরামর্শে সাপটি পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
এইদিকে সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্যাম্পাসে বন্যপ্রাণীর আনাগোনা বাড়ছে। বন্ধের সময় বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বানর, শুয়োর, মায়াহরিণ ও অন্যান্য প্রাণী লোকালয়ে আসতে দেখা গেছে। জনমানবের চলাচল কম হওয়ায় সাপটিও লোকালয়ে বেরিয়ে আসতে পারে। যা বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭ প্রজাতির ব্যাঙ, ৫৬ প্রজাতির সরীসৃপ, ২১৫ প্রজাতির পাখি ও ২০ প্রজাতির স্তন্যপায়ীর সন্ধান পাওয়া গেছে। আর ক্যাম্পাসের জঙ্গলে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী।

করোনা ভাইরাস লাইভ

আরও সংবাদ

করোনা ভাইরাস লাইভ ›

লাইভ অনুষ্ঠান বুলেটিন ছবি ভিডিও টিভি আর্কাইভ
বাংলার সময়
বাণিজ্য সময়
বিনোদনের সময়
খেলার সময়
আন্তর্জাতিক সময়
মহানগর সময়
অন্যান্য সময়
তথ্য প্রযুক্তির সময়
রাশিফল
লাইফস্টাইল
ভ্রমণ
প্রবাসে সময়
সাক্ষাৎকার
মুক্তকথা
বাণিজ্য মেলা
রসুই ঘর
বিশ্বকাপ গ্যালারি
বইমেলা
উত্তাল মার্চ
সিটি নির্বাচন
শেয়ার বাজার
জাতীয় বাজেট
বিপিএল
শিক্ষা সময়
ভোটের হাওয়া
স্বাস্থ্য
ধর্ম
চাকরি
পশ্চিমবঙ্গ
ফুটবল বিশ্বকাপ
ভাইরাল
সংবাদ প্রতিনিধি
সর্বশেষ সংবাদ
অনুসদ্ধান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
GoTop