বাংলার সময় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১৫
০৮-০৩-২০২১, ০১:৩৯
সাকির হোসেন বাদল

কুকুর আতঙ্কে শহরবাসী। নীলফামারীর সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এবং বাকীদের নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে শিশু ও মহিলা রয়েছে।
রোববার (৭ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত শহরের মিস্ত্রীপাড়া, সাহেবপাড়া ও ওয়াপদা মহল্লায় এ ঘটনা ঘটেছে।
বেওয়ারিশ কুকুরের কামড়ে ক্ষতবিক্ষতের এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে। মহল্লার লোকজন দল বেঁধে লাঠিসোটা নিয়ে রাস্তায় চলাচল করছে। রাতে বিভিন্ন মহল্লায় দলবেঁধে মানুষ পাহারার ব্যবস্থা করেছে।
আহতরা হলেন, মিস্ত্রীপাড়ার আকতার (৩০), জাবির আহমেদ (৩০), ইবরার (৪৪), হায়দার আলী (৪০), কামাল হোসেন (৪৭), শাবানা আকতার (৩৫), রাজু (২৮), সাহেবপাড়া এলাকার ইসমাইল (১৩), মোস্তাফিজুর (৬৬) সহ নাম না জানা আরও কয়েকজন।
সৈয়দপুরের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম বলেন, রোববার রাত ৯ টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত শিশু,মহিলা সহ প্রায় ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য অনেককেই নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।