মহানগর সময় ক্ষমতায় থেকে বিএনপি মিথ্যাচার করেছে: কামরুল
০৭-০৩-২০২১, ২০:১০
ওয়েব ডেস্ক

দীর্ঘ বছর ক্ষমতায় থেকে ইতিহাস নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার (৭ মার্চ) বিকেলে রাজধানীর কামরাঙ্গীচর এবং কেরানীগঞ্জে নিজ সংসদীয় এলাকায় আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ঐতিহাসিক ৭ মার্চ এবং এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কামরাঙ্গীচর থানা অনুষ্ঠানের আয়োজন করে। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কামরুল ইসলাম।
পরে সেখান থেকে যোগ দেন কেরানীগঞ্জ থানা আয়োজিত একই অনুষ্ঠানে।
এসময় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ২০২১ সালে প্রধানমন্ত্রী উন্নয়নের যে অঙ্গীকার করেছেন সেই পথেই হাঁটছে বাংলাদেশ। কোনো অপশক্তি যেন সেই উন্নয়নের পথে প্রতিবন্ধকতা না তৈরি করতে পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।