বাংলার সময় পাওনা টাকা চাওয়ায় কিল-ঘুষিতে যুবককে হত্যা
০৭-০৩-২০২১, ১৩:৫৬
আলপনা বেগম

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলায় প্রতিপক্ষের কিল-ঘুষিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৭ মার্চ) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের নাম মাসুদ মিয়া (৩৫)। তিনি উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরি গ্রামের ইজ্জত আলীর ছেলে।
রোববার (৭ মার্চ) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের নাম মাসুদ মিয়া (৩৫)। তিনি উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরি গ্রামের ইজ্জত আলীর ছেলে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, উপজেলার বাঁশরী গ্রামের তানভীরের কাছে মাসুদ মিয়ার সাড়ে ৬ হাজার টাকা পাওনা ছিল। শনিবার সন্ধ্যার পর তানভীরের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে তানভীর উত্তেজিত হয়ে সঙ্গে থাকা রোমানসহ মাসুদ মিয়াকে মুখে ও শরীরের বিভিন্ন অংশে কিল-ঘুষি মারতে থাকে।
এতে মাসুদ মিয়া মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা রাতেই মদন উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করলে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।