বাংলার সময় স্বামীর নির্যাতনে বাড়ি ছাড়লেন স্ত্রী, মিলমিশ করাল পুলিশ
০৭-০৩-২০২১, ১৩:৩০
মাহফুজ মামুন

স্বামীর অত্যাচার আর নির্যাতন সইতে না পেরে বাড়ি ছেড়ে চলে যান স্ত্রী। তাকে খুঁজে না পেয়ে ঘটনাটি পুলিশকে লিখিতভাবে জানান স্বামী। এরপর পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় আলমডাঙ্গা থেকে।
উদ্ধারের পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ স্বামী-স্ত্রী দুজনের অভিযোগের বিষয়টি শোনেন। পুলিশের মধ্যস্থতায় স্বামী শাহজাহান মোল্লার কাছে তার স্ত্রীকে হস্তান্তর করা হয়।
শনিবার (৬ মার্চ) রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, গত ৫ মার্চ রাতে চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে পৌর এলাকার দক্ষিণ গোরস্থান পাড়ার মৃত আব্দুল হালিম মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৪৭) অভিযোগ দায়ের করেন তার স্ত্রী সালমা খাতুনকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ৬ মার্চ দুপুরে শাহজাহান মোল্লা তার দুটি শিশু সন্তানসহ উপস্থিত হয়ে স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেন। পুলিশ সুপারের নির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানায় নারী, শিশু ও বৃদ্ধ হেল্প ডেস্কে নিয়োজিত কর্মকর্তা এসআই শাহনাজ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওইদিন বিকেলে আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার করেন।
উদ্ধারের পর ভিকটিম সালমা খাতুন পুলিশকে জানান, তার স্বামী কারণে-অকারণে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে পালিয়ে ছিলেন। ভিকটিম সালমা খাতুনের এ কথার সত্যতা পাওয়ায় তার স্বামীকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে পুলিশ। এ সময় তারা উভয়ই সন্তানদের নিয়ে সুখে শান্তিতে সংসার করার প্রতিশ্রুতি দিলে সালমাকে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি, তদন্ত লুৎফুল কবির জানান, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে ছিলেন স্ত্রী। উভয় পক্ষের সমঝোতায় সংসার করার জন্য মত দিলে তাদের মিলমিশ করে দেয় পুলিশ।