আন্তর্জাতিক সময় টিকটকে বিক্ষোভকারীদের গুলি করে মারার হুমকি মিয়ানমার সেনাদের
০৭-০৩-২০২১, ১২:৩০
আন্তর্জাতিক সময় ডেস্ক

টিকটক অ্যাপ ব্যবহার করে ভিডিওতে প্রতিবাদকারীদের হুমকি দিচ্ছে মিয়ানমারের সেনারা। ব্যবহার করছে কুরুচিপূর্ণ ভাষা।
দেখা যায়, টিকটকে পোস্ট করা একটি ভিডিওতে সেনাবাহিনীর এক সদস্য ক্যামেরার দিকে অ্যাসল্ট রাইফেল তাক করে বলছেন, ‘আমি তোমাকে দেখামাত্র গুলি করব, আমি সত্যিকারের বুলেট ব্যবহার করব। আজ সারা শহর আমি টহল দেব, যাকে দেখব, তাকেই গুলি করব, যদি তুমি শহীদ হতে চাও, তবে আমি তোমার ইচ্ছা পূরণ করে দেব।’
মিডোর নির্বাহী পরিচালক এইচটেইক অং বলেন, ‘আতঙ্ক ছড়িয়ে দিতে উর্দিপরা সেনা ও পুলিশের শত শত ভিডিও রয়েছে টিকটকে।’
মিডোর নির্বাহী পরিচালক এইচটেইক অং বলেন, ‘আতঙ্ক ছড়িয়ে দিতে উর্দিপরা সেনা ও পুলিশের শত শত ভিডিও রয়েছে টিকটকে।’
ডিজিটাল অধিকার গোষ্ঠী মিয়ানমার আইসিটি ফর ডেভেলপমেন্ট (মিডো) থেকে জানা যায়, বিক্ষোভকারীদের আতঙ্কগ্রস্ত করে তুলতে পোস্ট করা সামরিক বাহিনীর ৮০০ ভিডিও পেয়েছে তারা।
গবেষকেরা বলছেন, ‘সহিংসতা উসকে দেওয়ার ভিডিও সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপটি।’ এ নিয়ে মিয়ানমারের সেনা সরকারের মন্তব্য চাওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি।