বাংলার সময় ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত ২
০৬-০৩-২০২১, ২২:৩৮
হারুনুর রশিদ

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দু'জন। শনিবার (০৬ মার্চ) বিকেলে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের তারাকান্দার গাছতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিজন কৃষ্ণ রায় (৫৮) ও আবুল কাশেম (৩২)। আবুল কাশেম দুর্গাপুরের বংশীপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে নেত্রকোনাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বিজন কৃষ্ণ রায় নামে এক সাংবাদিকের মৃত্যু হয়। তিনি নেত্রকোনার দুর্গাপুরের আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ছিলেন। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় আবুল কাশেমকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়।