অন্যান্য সময় আকাশে ছুটে বেড়াচ্ছে মনোরম আলোকরশ্মি (ভিডিও)
০৪-০৩-২০২১, ১৮:৪৫
অন্যান্য সময় ডেস্ক
ধরুণ, আপনি লেকের পাড়ে বসে আছেন, সূর্যাস্তের ঠিক পরপরই হঠাৎ আকাশে দেখতে পেলেন বাহারি আলোকছটার নৃত্য। কেমন অনুভূতি হবে আপনার? সম্প্রতি এমনই এক বিরল প্রাকৃতিক দৃশ্যের দেখা মিলেছে ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে। দিগন্তে আলোর এই বিচ্ছুরন অরোরা নামে পরিচিত।
আকাশে দৃশ্যমান চোখ জুড়ানো মনোরম আলোকছটা। দিগন্তের এক প্রান্ত থেকে সবুজাভ-হলুদ আলোকরশ্মি ছুটে বেড়াচ্ছে অন্য প্রান্তে।
অতিপ্রাকৃত এ ঘটনাটি অরোরা নামে পরিচিত। সম্প্রতি উত্তর ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড অঞ্চলের তোরাস-সিয়েপ্পি লেকে বাহারি এই আলোকছটার দেখা মেলে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩২ মার্চ) দেশটির এক আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়ে উত্তর আকাশের এই ম্যাজিক্যাল লাইট। সূর্যাস্তের পর ঘণ্টাখানেক স্থায়ী হয়েছিলো আলোকরশ্মির এই মোহমায়া।
অরোরো বা মেরুজ্যোতির সৃষ্টি নিয়ে অনেক রহস্য রয়েছে। বিজ্ঞানীদের মতে, বায়ুমন্ডলের থার্মোস্ফিয়ারে থাকা অক্সিজেন ও নাইট্রোজেন পরমাণুর সাথে ম্যাগনেটোস্ফিয়ার থেকে আসা ইলেক্ট্রন ও প্রোটনের সংঘর্ষের কারণেই অরোরা সৃষ্টি হয়।
দিনের বেলায় সূর্যের উপস্থিতিতে একে দেখা না গেলেও সূর্যাস্তের পর সবুজাভ-হলুদ, লাল, নীলের বাহারি আলোকরশ্মিতে ছেয়ে যায় আকাশ।
মার্চ মাসে সবচেয়ে স্পষ্ট মেরুজ্যোতি দেখা গেলেও, কেবল মেরু অঞ্চলেই দৃশ্যমান হয় এটি। আলাস্কা, কানাডা, স্ক্যান্ডিনেভিয়ার কিছু অঞ্চল থেকে সবচেয়ে ভাল দেখা যায় এই অরোরা।