খেলার সময় বিসিবি সভাপতির ভুয়া ফেসবুক আইডি বন্ধে আইনি পদক্ষেপ
০৪-০৩-২০২১, ০৪:১৪
খেলার সময় ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ধরাশায়ী হওয়ার পর নানা সমালোচনায় পড়েছে বাংলাদেশে ক্রিকেট দল। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পড়েছেন বেকায়দায়। বিসিবি প্রধান নাজমুল হাসানের নামে খোলা হচ্ছে একের পর এক ভুয়া ফেসবুক আইডি। এসব আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর মন্তব্য। বইছে ট্রলের ঝড়। তবে বিষয়টি এড়িয়ে যায়নি বিসিবি কর্তৃপক্ষও।
এসব ভুয়া আইডি খোলার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশকিছু আইডি। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'আমরা বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছি। এর মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কয়েকটি আইডিকে চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে।'
সাম্প্রতিক সময়ে আইপিএল ও সাকিব ইস্যু, নাসির হোসেনের বিয়েসহ বেশকিছু ঘটনায় তার নামে খোলা ভুয়া আইডি থেকে বিভিন্ন স্ট্যাটাস, মন্তব্য পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।