অন্যান্য সময় নিখোঁজ লিয়াকতের খোঁজ চান স্বজনরা
০৩-০৩-২০২১, ২৩:৩৩
অন্যান্য সময় ডেস্ক

দিনাজপুর থেকে শ্যামলী পরিবহনে সিলেট যাওয়ার পথে মো. লিয়াকত আলী (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হারিয়ে গেছেন।
সোমবার (১ মার্চ) সকালে আশুগঞ্জ থানাধীন সোনারামপুর উজান-ভাটি হোটেলে যাত্রা বিরতির সময় খাওয়া শেষে হারিয়ে যান মো. লিয়াকত আলী। এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ লিয়াকত আলীর পিতার নাম মৃত রিয়াজ উদ্দিন। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর গ্রামের বাসিন্দা।
যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
যোগাযোগ:
01722802806 (শামীম)
01722970255 (আখতারুজ্জামান)
01638265403 (সিরাজুল)।
01722970255 (আখতারুজ্জামান)
01638265403 (সিরাজুল)।