অন্যান্য সময় লুজিয়ানার চিড়িয়াখানায় জন্ম নিল বিলুপ্ত প্রজাতির ওরাংওটাং
০৩-০৩-২০২১, ১১:৫৫
ওয়েব ডেস্ক
যুক্তরাষ্ট্রের লুজিয়ানার একটি চিড়িয়াখানায় জন্ম নিয়েছে বিলুপ্ত প্রজাতির ওরাংওটাং। এপ্রিল বা মে মাসে জন্ম নেয়ার কথা থাকলেও আগেভাগেই জন্মেছে সুন্দর এ প্রাণীটি। বনমানুষ প্রজাতির প্রাণীটি বিশ্বে এখন প্রায় দুর্লভ। তাই মার্কিন পশু চিকিৎসকদের প্রচেষ্টায় এ প্রাণীটির প্রজননে আসছে সাফল্য।
যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেন্স চিড়িয়াখানায় যুগল রিস আর জাম্বির ঘরে এলো নতুন অতিথি। লাল চুলের আদুরে এ শাবক সুমাত্রার বিলুপ্তপ্রায় ওরাংওটাং। শাবকটি নির্ধারিত সময়ের আগে পৃথিবীতে এসে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। চিড়িয়াখানায় এটিই প্রথম সুমাত্রাণ ওরাংওটাং জন্মের ঘটনা নয়। গত দুই বছরে দ্বিতীয় বারের মতো এ ঘটনা ঘটল। চিড়িয়াখানা কর্তৃপক্ষের যত্ন আর সার্বিক দেখভালে এটি সম্ভব হয়েছে।
নরম তুলতুলে এ ওরাংওটাং শাবককে তার মা কোলে নিয়ে পরম যত্নে আদর করে খাবার খাইয়ে দিচ্ছে। মা রিস তার বাচ্চাকে উষ্ণতা দিতে কম্বলের ভেতরও রাখছে লুকিয়ে।
করোনার কারণে চিড়িয়াখানাটি এখনও পুরোপুরি খোলেনি। এরই মধ্যে শাবকটির জন্ম কর্তৃপক্ষের কাছে বেশ আনন্দের বিষয়।
পশু চিকিৎসকরা জানান, মা রিস গর্ভবতী ছিল তবে তার শারীরিক পরিবর্তন দেখে ধারণা করা হয়েছিল আগামী এপ্রিল কিংবা মে মাসে সম্ভবত জন্মগ্রহণ করবে নতুন অতিথি। কিন্তু আগেই সেটি জন্মেছে। জানা গেছে সারাবিশ্বে মাত্র ১৪ হাজার ওরাংওটাং আছে।