আন্তর্জাতিক সময় ক্যালিফোর্নিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১৫
০৩-০৩-২০২১, ১১:১২
আন্তর্জাতিক সময় ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
মঙ্গলবার (০২ মার্চ) অঙ্গরাজ্যটির দক্ষিণাঞ্চলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানায়, যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে অপরদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়।
হাসপাতালে নেয়ার পর আরও তিনজন মারা যান। গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।