বাংলার সময় মৌলভীবাজারে অস্ত্রসহ আটক ১
০২-০৩-২০২১, ১৪:৫১
শাহ্ অলিদুর রহমান

মৌলভীবাজার কমলগঞ্জ লাউয়াছড়া এলাকা থেকে জেহাদী বই ও অস্ত্রসহ কামরুজ্জামান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটক কামরুজ্জামানের বাড়ি ঝিনাইদহ জেলা সৈলকুপা গ্রামে। বাবার নাম উম্মত আলী। মঙ্গলবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়ারদৌস হাসান।
তিনি জানান, সোমবার (০১ মার্চ) দিবাগত রাতে শ্রীমঙ্গল র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ লাউয়াছড়া এলাকায় অভিযান চালায়। এতে কামরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি রিভলবার ও ছাব্বিশটি জিহাদী বই জব্দ করা হয়।
পরে র্যাব তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়ারদৌস হাসান জানান, মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।