মহানগর সময় নয়াপল্টনে বইমেলার উদ্বোধন করলেন মির্জা ফখরুল
০১-০৩-২০২১, ২০:৫৮
মহানগর সময় ডেস্ক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (০১ মার্চ) রাত ৮টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বই মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমানসহ অন্যান্য নেতারা। এ সময় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন বই প্রদর্শনীতে যুক্ত করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধের সময়ে স্থির চিত্র প্রদর্শনীতে স্থান পায়।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লেজার শো এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। একই সঙ্গে লেজার শো-তে স্থান পায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াও।
গত কয়েকদিনে বিএনপির সমাবেশে উত্তেজনাকে ঘিরে নয়াপল্টন এলাকায়ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।