বিনোদনের সময় ত্রিভুজ প্রেমের গল্পে আরজু-আঁচল
০১-০৩-২০২১, ১২:৫০
বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার পরিচিত দুই মুখ চিত্রনায়ক কায়েস আরজু আর চিত্রনায়িকা আঁচল আঁখি। প্রথমবারের জুটিবদ্ধ হয়েছেন তারা। জাফর আল মামুন পরিচালিত ‘এক পশলা বৃষ্টি’ সিনেমায় দেখা যাবে তাদের। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত এ সিনেমায় তাদের সঙ্গে আরও অভিনয় করছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
‘এক পশলা বৃষ্টি’ কায়েস আরজুর ১৫তম সিনেমা। এতে ‘সুমন’ চরিত্রে দেখা যাবে তাকে। রাজধানীর উত্তরায় চলছে সিনেমার চিত্রায়ণ। চিত্রায়ণের ফাঁকে সময়নিউজকে কায়েস আরজু বলেন, ‘রোমান্টিক গল্প। ত্রিভুজ প্রেমের গল্প পর্দায় দেখা যাবে। এখানে অধিকার আছে, প্রেম আছে, ভালোবাসার দ্বন্দ্ব দেখতে পাবে দর্শক।’
আঁচলের সঙ্গে প্রথমবার জুটি হওয়া প্রসঙ্গে এ চিত্রনায়ক বলেন, ‘ঢালিউডে আমাদের শুরুটা প্রায় একই সময়ে হয়েছিল। কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি। আঁচলের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। পুরোটিম আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজটি করছি।’
‘এক পশলা বৃষ্টি’ সিনেমায় ‘সুমনা’ চরিত্রে অভিনয় করেছেন আঁচল। তিনি বলেন, ‘পরিচালক জাফর আল মামুন ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম কাজ করছি। কায়েস আরজুর সঙ্গে প্রথমবার কাজ। গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। শাপলা মিডিয়াকে ধন্যবাদ, এই সময়ে এত চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য।’
শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ‘এক পশলা বৃষ্টি’ সিনেমাটি। সম্প্রতি একশ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। ‘এক পশলা বৃষ্টি’ সিনেমাটি একশ’ সিনেমারই একটি।