মহানগর সময় কেন, কী উদ্দেশ্যে ডাকা হয়েছে বুঝে নিন: আমীর খসরু
০১-০৩-২০২১, ১২:২০
ওয়েব ডেস্ক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার (১ মার্চ) সকালে দুদকে হাজির হলে উপপরিচালক সেলিনা আক্তার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
দুদকের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, জিজ্ঞাসাবাদ শেষে জানান বিএনপি নেতা আমির খসরু।
দুদক কেন তলব করেছে জানতে চাইলে তিনি বলেন, কেন, কী উদ্দেশ্যে ডাকা হয়েছে বুঝে নিন। আমি সাধারণ জীবনযাপন করি। আমার সততা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই।
এর আগে দুই দফায় তলব করলেও হাজির হননি বিএনপির এ নেতা।
দুদক সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অবৈধে সম্পদ অর্জন ও মুদ্রা পাচার ছাড়াও বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসার অভিযোগ রয়েছে।
এর আগে দুদকের দুই তলবি নোটিশ চ্যালেঞ্জ করে আমীর খসরু আদালতে গেলে তা আদালত খারিজ করে দেন। ২০১৮ সালের অক্টোবরে আমীর খসরু ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।