বাংলার সময় বান্দরবানে নদীতে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার
২৮-০২-২০২১, ১৯:২৩
এস বাসু দাশ

বান্দরবানে থানচি উপজেলার সাংগু নদী থেকে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) জিনিঅং পাড়া নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর দেড়টা উপজেলা সদর ইউনিয়নে ৩নং ওয়ার্ড এলাকা জিনিঅং পাড়া নদীর ঘাটে এ অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, তিন চারদিন আগেই তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
থানচি থানার ওসি (তদন্ত) সামিন শেখ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত অজ্ঞাত মরদেহটি বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।