মহানগর সময় কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে
২৭-০২-২০২১, ২১:৩৩
মহানগর সময় ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুনে পুড়ে গেছে প্রায় অর্ধশত দোকান। রাত ৯টার দিকে মার্কেটে আগুনে লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগেও হাসিনা মার্কেটে একাধিকবার আগুন লাগে।
কিভবে আগুনে সূত্রপাত তা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।