বাংলার সময় স্কুলছাত্রীর দাফন আটকে দিল পুলিশ
২৭-০২-২০২১, ২০:১৬
ওয়েব ডেস্ক

রংপুরের বদরগঞ্জের নাটারাম উত্তর পাড়ায় দাফনের সময় এক স্কুল ছাত্রীর মরদেহ আটকে দিয়েছে পুলিশ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে দাবি করে তার পরিবার মৃতদেহ দাফন করতে নিয়ে যায়। কিন্তু খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ জানায়, পরিবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে দাবি করলেও এলাকাবাসী জানায় সকালে ভুট্টা খেতের পাশে একটি গাছ থেকে ফাঁসি দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। পুলিশ এসে মরদেহের গলায় দাগ দেখতে পায়। তাই মৃত্যুটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক তা নিশ্চিত হতে ওই মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, পরিবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে দাবি করলেও এলাকাবাসী জানায় সকালে ভুট্টা খেতের পাশে একটি গাছ থেকে ফাঁসি দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। পুলিশ এসে মরদেহের গলায় দাগ দেখতে পায়। তাই মৃত্যুটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক তা নিশ্চিত হতে ওই মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নাটারাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন রুপা মনি নামের ওই শিক্ষার্থী। সে নাটারাম উত্তরপাড়ার রফিকুল ইসলামের মেয়ে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।