শিক্ষা সময় মুশতাকের মৃত্যুর প্রতিবাদে খাটিয়া মিছিল
২৭-০২-২০২১, ১৮:৩৭
শিক্ষা সময় ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক অবস্থায় লেখক মুশতাক আহমেদের মত্যুর প্রতিবাদে খাটিয়া মিছিল করেছে মৌলিক বাংলা নামে একটি সংগঠন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে কালেমা পড়তে পড়তে শাহবাগ দিয়ে ঘুরে ফের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আজ কোনোভাবে কথা বলা যাচ্ছে না। আজকে তো শুধু মুশতাক আহমেদ মরেননি, আমরা-আপনারা সবাই এখন খাটিয়ায় আছি। মুশতাক আহমেদকে জামিন দেয়া হয়নি তাহলে জনগণের স্বাধীনতা কোথায়?
বক্তারা আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই। মারধর করে গ্রেফতার করে বাঙালি জনগণকে দমিয়ে রাখা যাবে না। আমরা মনে করি, আজ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আজ একত্রিত হয়ে লড়াই করতে হবে। এ সময় তারা খাটিয়া মিছিলে সবাইকে অংশ নেয়ার জন্য আহ্বান জানান।
কর্মসূচি শেষে আবু মুস্তাফিজ বলেন, আমরা জনগনের প্রতিনিধি হিসেবে রাজুতে দাঁড়িয়েছি। সকল অন্যায়, অত্যাচার হত্যা, নিপীড়নের প্রতিবাদে আমরা এই মিছিলের আয়োজন করেছি। আমরা সব অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি।
আজকের মিছিলে যোগদানের জন্য খুলনার পাটকল আন্দোলনের সংগঠক রুহুল আমিন থাকার কথা ছিল। তাকে গতকাল পুলিশ তুলে নিয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে মামলা দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।
মোতাহার/