তথ্য প্রযুক্তির সময় বাজারে এল অপোর ‘এ ওয়ান ফাইভ এস’ ফোন
২৭-০২-২০২১, ১১:৫৫
ওয়েব ডেস্ক

অপো মোবাইল কোম্পানি বাজারে নিয়ে এল এ সিরিজের ‘এ ওয়ান ফাইভ এস’ ফোন।
ফোনটি নতুন প্রজন্মের আধুনিক জীবনযাত্রার চাহিদাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। বিশাল স্টোরেজ ও বড় স্ক্রিনের এ অপো ফোনে গ্রাহকরা কোনো বাধা ছাড়াই বিনোদন নিতে পারবেন।
রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অপো ‘এ ওয়ান ফাইভ এস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যানম ইয়ং উপস্থিত ছিলেন।
এ স্মার্টফোনটি অপোর সব শোরুমে ১৩ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে।