মহানগর সময় তাপমাত্রা আরও বাড়তে পারে
২৬-০২-২০২১, ১৯:২০
মহানগর সময় ডেস্ক

শীতের বিদায় ঘণ্টা বাজতে না বাজতেই এরই মধ্যে তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। মোংলায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এ তাপমাত্রা রেকর্ড হয়েছে। ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রা আরও বাড়বে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত হতে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে। শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।