বাংলার সময় যাত্রীবাহী লঞ্চে ৮০০ কেজি জাটকা
২৬-০২-২০২১, ১৮:০৩
ফারুক আহমেদ

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী তিনটি লঞ্চে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে জেলার মতলব উত্তরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী সময় নিউজকে জানান, দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকার সদরঘাটে যাবার পথে তিনটি লঞ্চে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালায়। এ সময় যাত্রীবাহী লঞ্চ এমভি সপ্তবর্ণা-৯, এমভি শাকিল-৪ এবং এমভি তাসরিফ-৪ নামে এই তিনটি লঞ্চ থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা ৮শ’ কেজি জাটকা জব্দ করে।
তবে এই অভিযানে কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ডের সদস্যরা।
জেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, জব্দ করা জাটকাগুলো এলাকার এতিমখানা, মাদ্রাসাসহ ১২টি ধর্মীয় প্রতিষ্ঠানে এবং শতাধিক অসহায় দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, জব্দ করা জাটকাগুলো এলাকার এতিমখানা, মাদ্রাসাসহ ১২টি ধর্মীয় প্রতিষ্ঠানে এবং শতাধিক অসহায় দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
প্রসঙ্গত, এর দুই দিন আগে পৃথক দুটি অভিযানে কোস্টগার্ডের সদস্যরা আরো এক হাজার কেজি জাটকা জব্দ করে। যেসব যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকার চালান জব্দ করা হয়, সেগুলো দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকার সদরঘাটে যাচ্ছিল।