বাণিজ্য সময় আবারও ব্যাপক হারে দাম বেড়েছে মাছ-মুরগির
২৬-০২-২০২১, ১৩:২৩
কাজল আব্দুল্লাহ
কোনোভাবেই কমছে না মুরগির মাংসের দাম। সপ্তাহ ব্যবধানে আবারও দাম বেড়েছে মুরগি ও মাছের।
করোনার স্থবিরতা কাটিয়ে দেশে বাড়ছে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান। এতে মুরগির চাহিদা বেড়েছে। বিশেষ করে সোনালি ও দেশি মুরগির। তবে শীত ও করোনায় উৎপাদন কম হওয়ায় সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে রাজধানীর পলাশী বাজারে কেজিতে ৫০ টাকা দাম বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ ও দেশি ৩৫০ টাকায়।
এক মুরগি ব্যবসায়ী বলেন, ‘মহামারির কারণে বেশির ভাগ খামার বন্ধ হয়ে গেছে। এখন যাদের খামারে মুরগি আছে তারা বাড়তি দামে বিক্রি করছে।’
এদিকে চাষ করা বড় মাছের কমতি নেই বাজারে। দাম তুলনামূলক কম। বড় আকারের প্রতি কেজি রুই-কাতলা ৩০০, মাগুর-শিং ৫০০-৭০০ টাকা এবং ইলিশ দেড় কেজি ওজনের বিক্রি হচ্ছে ১২শ’ টাকা কেজি দরে। তবে ঘাটতি থাকায় দাম চড়া নদীর ছোট মাছের।
এক মাছ ব্যবসায়ী বলেন, নদীর মাছের দাম অনেক বেড়ে গেছে। কিন্তু চাষের মাছের দাম কম আছে।
এদিকে বাজারে এখনো শীতের সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম স্থিতিশীল বলে জানান বিক্রেতারা।