মহানগর সময় হুইল চেয়ারে ফখরুল, বললেন ‘আই অ্যাম সিক’
২৫-০২-২০২১, ২৩:৩৬
মহানগর সময় ডেস্ক

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে প্রায় এক মাস পর দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আসেন তিনি। এসময় হুইল চেয়ারে চড়ে গাড়িতে ওঠেন ফখরুল। এ সময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন আরেকটি হুইল চেয়ারে।
বিমানবন্দরে হুইল চেয়ার বসেই সাংবাদিককদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।
শরীরের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো না। আই অ্যাম সিক। আমি অসুস্থ, এখনও সুস্থ নই। সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে তারপর ডাক্তারদের সঙ্গে দেখা করে সব পরীক্ষা-নিরীক্ষা করে ফিরছি।’
করোনা টিকা নেওয়ার বিষয়ে ফখরুল বলেন, ‘সিঙ্গাপুরে বিদেশিদের টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে এসেছি এখন দেখব কী অবস্থা, রেজিস্ট্রেশন করে তখন চেষ্টা করব।’
সদ্য প্রয়াত সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশ ব্যংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে শোক প্রকাশ জানিয়ে ফখরুল বলেন, ‘সৈয়দ আবুল মকসুদ সাহেব আমার ব্যক্তিগত বন্ধু ছিলেন। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি তার মৃত্যু সংবাদে। খোন্দকার ইব্রাহিম খালেদ সাহেব নিঃসন্দেহে এই দেশের একজন মানুষ যাকে বলা যেতে পারে যে, এ ম্যান অব ইন্টেগ্রিটি, ম্যান অব অনেস্টি অ্যান্ড ডিগনেটি। ব্যাংকিং সেক্টারে তিনি একজন দিকপাল ছিলেন। দুইজনের মৃত্যুতে জাতি দুইজন অত্যন্ত যোগ্য মানুষকে হারাল।’
জিয়ার খেতাব বাতিলে সরকারের উদ্যোগের বিষয়ে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই খেতাব তো তিনি অর্জন করে্ছেন। এটা কারও দয়ায় পাওয়া নয়। যুদ্ধ করেছেন উনি এবং সেটা উনি অর্জন করে্ছেন। সুতরাং আমরা মনে করি, জিয়াউর রহমানের কোনো রকমের কোনো ক্ষতি তারা করতে পারবে না।’
এর আগে ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সেখানে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
এবারো গত ৩০ জানুয়ারি ফখরুল সিঙ্গাপুরের ফারার পার্ক হসপিটালে তার চিকিৎসার জন্য গিয়েছিলেন।