আন্তর্জাতিক সময় এক যেন এক পাখির স্বর্গরাজ্য (ভিডিও)
২৫-০২-২০২১, ১৯:০০
আন্তর্জাতিক সময় ডেস্ক
পরিযায়ী পাখির কলতানে মুখর ভারতের মুম্বাইয়ের একটি লেক। সুদূর সাইবেরিয়া থেকে আসা গোলাপি রঙের ফ্লেমিঙ্গো পাখির উড়ন্ত ছন্দ আর জলাশয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা।
দূর থেকে মনে হবে যেন গোলাপি রঙের ঢেউ। কিন্তু কাছে গেলে দেখা যাবে এক ঝাঁক অতিথি পাখির কলরবে চারপাশ মুখরিত। ভারতের মুম্বাইয়ের একটি লেকে ফ্লেমিঙ্গো পাখির দল এভাবেই একসঙ্গে উড়ে বেড়াচ্ছে মনের আনন্দে। ১৯ ফেব্রুয়ারি বিপুল সংখ্যক এ পরিযায়ী পাখি সুদূর সাইবেরিয়া থেকে এসে মুম্বাই শহরকে রাঙিয়ে তোলে।
অপরূপ ফ্লেমিংগো পাখির সৌন্দর্য উপভোগ করতে আর তাদের ক্যামেরাবন্দী করতে দর্শনার্থীদের আগ্রহের সীমা নেই। এ পাখিরা জলাশয়ের চারপাশে উড়ে বেড়ায়, খেলা করে পানির সাথে। তাদের এ খেলা দেখতে ভিড় করে অনেক দর্শনার্থী।
এক দর্শনার্থী বলেন, 'সবসময় দেখা যায় না এ পরিযায়ী পাখিদের। যখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখনই এদের ঝাঁক বেঁধে ঘুরতে দেখা যায়। পাখিগুলো দেখতে সত্যি অসাধারণ।'
তাপমাত্রা কমে গেলে অতিথি পাখিরা দলবেঁধে তাদের আবাসস্থল পরিবর্তন করে। আবার তাপমাত্রা স্বাভাবিক হলে তারা নিজ আবাসস্থলে ফিরে যায়।