বাংলার সময় চুয়াডাঙ্গায় দেয়াল চাপায় শিশুর মৃত্যু
২৫-০২-২০২১, ১৬:০২
মাহফুজ মামুন

চুয়াডাঙ্গা সদরে মাটির দেয়াল চাপা পড়ে শিলন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা দিগড়ি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিলন (৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগড়ি চাঁদপুর গ্রামের ফারুক হোসেনের শিশুপুত্র। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগড়ি চাঁদপুর গ্রামের ফারুক হোসেনের শিশুপুত্র বাড়িতে রান্না ঘরের পাশে বসে খেলা করছিল। এ সময় মাটির দেয়াল চাপা পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।