বাংলার সময় কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত তামিমের বাড়িতে মাতম
২৪-০২-২০২১, ২০:৩২
নূর মোহাম্মদ

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তামিম (২১) নামে এক তরুণ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে কুয়েতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তামিমের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরের ঘোনাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ব্যবসায়ি মো. জুয়েল মিয়ার ছেলে।
তামিদের মৃত্যু খবরে তার বাড়িতে চলছে মাতম। বাবা-মাসহ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। মৃত্যুর খবর পেয়ে শত শত মানুষ ভিড় করছে তাদের বাড়িতে।
স্বজনরা জানান, চার বছর আগে কুয়েতে যান তামিম মিয়া। কুয়েতের আল আযহার আতাইমা এলাকায় হোটেলে খাবার সামগ্রি সরবরাহ করতেন তিনি।
তামিমের বাবা মো. জুয়েল মিয়া জানান, গত ১৭ ফেব্রুয়ারি আল জাহারার সারিয়া তাইমা এলাকায় হাইওয়েতে মোটর সাইকেল চালাচ্ছিলেন তামিম মিয়া। এসময় সিগন্যাল অমান্য করে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় আল আযহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন জীবিকার সন্ধানে প্রবাসে থাকা তামিম। তার এমন অকালমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা।
নিহত তামিমের চাচা মো. হেলাল মিয়া জানান, তামিম ছিল আমাদের পরিবারের সবার আদরের। সবসময় হাসিখুশি থাকতো সে। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে কথা হতো। তার এমন মৃত্যু মানতে পারছি না।
মো. জুয়েল মিয়ার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তামিম ছিল সবার বড়।
প্রিয় সন্তানকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন তামিমের বাবা-মা। অপেক্ষা সন্তানের মরদেহের জন্য। কুয়েত থেকে তামিমের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য অনুরোধ করেছেন তামিমের বাবা মা।