খেলার সময় পয়েন্ট ব্যবধান কমাতে মাঠে নামছে বার্সেলোনা
২৪-০২-২০২১, ১৩:৩৩
খেলার সময় ডেস্ক

শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাতে মাঠে নামছে বার্সেলোনা। কাতালানদের প্রতিপক্ষ এলচে। ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১২টায়।
বার্সেলোনা-এলচে। শক্তির বিবেচনায় দু’দলের পার্থক্য যোজন যোজন। একটা পরিসংখ্যান দিলে সেটা আরও স্পষ্ট হবে। বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে এলচে সর্বশেষ গোল করেছিল ৪৩ বছর আগে।
তবে এবার প্রতিপক্ষ এলচে হলেও তাতে নির্ভার হওয়ার সুযোগ নেই বার্সেলোনার। ক’দিন আগেই তারা পয়েন্ট হারিয়েছে অখ্যাত কাদিজের বিপক্ষে। যে ম্যাচে মেসি-ডেম্বেলে-গ্রিজম্যানসহ পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল কাতালান জায়ান্টরা।
চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে বার্সার সম্ভাবনা নেই বললেই চলে। পিএসজির বিপক্ষে করতে হবে অভাবনীয় কিছু। তাই রোনাল্ড কোম্যান চান শিরোপা জিততে। তাই এলচেকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এ ম্যাচেও মাঠে নামাবেন পূর্ণ শক্তির দল।
ডেম্বেলের পারফরমেন্সে সন্তুষ্ট নন কোচ। এ ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে। গত ম্যাচে বদলি হিসেবে নামা ত্রিনকাওকে দেখা যেতে পারে শুরুর একাদশে। তবে কোচ তাকিয়ে থাকবেন এক লিওনেল মেসির দিকে। চলতি মৌসুমে ১৬ গোল করে দলের সেরা স্কোরার আর্জেন্টাইন জাদুকর।
শীর্ষে থাকা অ্যাতলেটিকোর চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সা আছে টেবিলের চতুর্থ স্থানে। কিছুটা কঠিন হলেও এখনই শিরোপা আত্মসমর্পণ করতে চান না বার্সা কোচ।
এলচের বিপক্ষে সবশেষ ১৬ ম্যাচে অপরাজিত বার্সেলোনা, যার মধ্যে জয় আছে ১২টিতে। অন্যদিকে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এলচে। ১৬ ম্যাচ জয়হীন থাকার পর, এইবারের বিপক্ষে জয় পেয়েছে টেবিলের ১৮ নম্বরে থাকা এলচে।