প্রবাসে সময় আক্রান্ত-মৃত্যুর হার নিয়ন্ত্রণে লকডাউন অব্যাহত আয়ারল্যান্ডে
২৪-০২-২০২১, ১০:৩৭
সৈয়দ জুয়েল
মহামারি করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে লকডাউন চলছে আয়ারল্যান্ডে। আর এর সুফল মিলছে বেশ ভালোভাবেই। করোনায় কয়েক দিন আগেও যেখানে গড়ে ৬০ থেকে ৭০ জনের মৃত্যু হতো সেখানে সে হার নেমে যাচ্ছে দ্রুত। এতে একটু হলেও স্বস্তি জনমনে।
নতুন বছরের শুরু থেকেই আয়ারল্যান্ডে আক্রান্ত ও মৃতের হার বেড়ে যাচ্ছিল কয়েক গুণ। আর তাই চতুর্থ লকডাউন শেষ হওয়ার আগেই শুরু পঞ্চম বারের লকডাউন। আর এতে এখন কমতে শুরু করেছে মৃত্যুর সংখ্যা।
বর্তমান সময়ে মৃত্যুর হার নিম্নমুখী হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। এ ধারা অব্যাহত রাখার কথা বলেন তারা।
তবে সংক্রমণের হার আশানুরূপ না কমায় শঙ্কা এখনো কাটেনি। তাই অতীতের মতো সামনের দিনগুলোতেও থাকতে হবে অতি সতর্ক।
আগামী মাসের এ তারিখ থেকে স্কুলগুলোয় আংশিকভাবে কয়েকটি ক্লাস চালু করা হবে। পরে আগামী ১৫ মার্চ দ্বিতীয় ধাপ ও ১২ এপ্রিল তৃতীয় ধাপে সব শ্রেণি খুলে দেয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।
দেরিতে হলেও দীর্ঘ লকডাউনের সুফল মিলেছে আয়ারল্যান্ডে। মৃত্যুর হার কমে যাওয়ায়-শঙ্কার দরজায় একটু একটু করে স্বস্তির কড়া নাড়ছে জনমনে। আগামী দিনগুলোয় সংক্রমণের হার হোক আরো নিম্নগামী এমনটাই প্রত্যাশা এখানের নাগরিকদের।