প্রবাসে সময় তারা বাংলার বধূ, গাইলেন অমর একুশের গান
২১-০২-২০২১, ১২:০৩
সোয়েব কবীর
ভিনদেশি হয়েও মধুর বাংলা ভাষার প্রেমে মজেছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় ধীরে ধীরে বাংলা ভাষার ইতিহাস-ঐতিহ্য জানার পাশাপাশি নিজেরা তা জানাচ্ছেন অন্যদেরও। মারিয়া ও ফ্লোরিনা তেমনই দুই ভিনদেশি।
ফ্লোরিনা আর মারিয়া। দুজনেরই জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশ থেকে ৬ হাজার কিলোমিটার দূরের দেশ রোমানিয়াতে। বর্তমানে তাদের বসবাস যুক্তরাজ্যে হলেও, কাকতালীয়ভাবে দুজনেই বিয়ে করেছেন বাংলাদেশের ছেলেকে। মারিয়া বাংলা ভাষাটা রপ্ত করেছেন বেশ ভালোভাবেই। অন্যদিকে, শত ব্যস্ততার মধ্যেও ফ্লোরিনা চর্চা করে যাচ্ছেন বাংলা ভাষার। মাতৃভাষার পাশাপাশি বাংলায় কথা বলতে সমান স্বাচ্ছন্দ্যবোধ করেন দুজনই।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দুই দম্পতি সাড়া ফেলেছেন বাংলাতে ভিডিও ব্লগ বানিয়ে। শেহওয়ার আর মারিয়া দম্পতি ভিডিও ব্লগ বানাচ্ছেন লন্ডন জীবনের ডায়েরি নিয়ে, অন্যদিকে জোবায়ের আর ফ্লোরিনার ব্লগে উঠে আসে প্রতিদিনের জীবনের নানা ঘটনা।
বাংলাতে ভিডিও ব্লগ বানালেও, কতটুকুই বা জানেন বাংলা ভাষার ইতিহাস - এমন প্রশ্ন ছিল দুই ভিনদেশির কাছেই।
মারিয়া বলেন, বাংলা ভাষা আমার খুব ভালো লাগে, এটি বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা। বাংলা বলতে পরি মোটামুটি আরো শিখতে চাই। একুশে ফেব্রুয়ারি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। আমি জানি এ দিনে সালাম, বরকত, রফিক, জব্বার আরো অনেকে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন।
এই দুই ভিনদেশিকে বিয়ে করে বাংলার বধূ বানিয়েছেন জোবায়ের ও শেহওয়ার। তারাও চান মাতৃভাষা যেন ছড়িয়ে যাক পুরো বিশ্বে।
তবে, মজার বিষয় হলো, একই শহরে থাকলেও, এখন পর্যন্ত নিজেদের মধ্যে পরিচয় হয়নি মারিয়া ও ফ্লোরিনার।
ফ্লোরিনার বলেন, আমি ১০০ ভাগ বাংলা জানি না। আমি অল্প বাংলা বুঝতে পারি, আর বলতেও চাই। একুশে ফেব্রুয়ারি দিনটি বাংলাদেশিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন।