অন্যান্য সময় ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসে বিপত্তিতে বর, ভিডিও ভাইরাল
১৯-০২-২০২১, ১৫:১৩
অন্যান্য সময় ডেস্ক

চলছে বিয়ের মওশুম। আর বিয়ে বাড়ি মানেই সেখানে থাকবে মজার নানান ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে সেরকমই কিছু ঘটনা মুহূর্তে ভাইরালও হয়ে যায়। সম্প্রতি নেটদুনিয়ায় ট্রেন্ডিং সেরকমই একটি ভিডিও।
তাতে দেখা যাচ্ছে, যে ঘোড়াটিতে চড়ে বর বিয়ে করতে এসেছিলেন, সেটিই তাকে পিঠে চাপিয়ে নিয়ে ছুটে চলে গেল। আর বরকে বাঁচাতে পেছন পেছন দৌড় দিলেন বরযাত্রীরাও।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের পাটান জেলার রোডা গ্রামে। আর পাঁচটি ভারতীয় বিয়ের মতোই ওই ব্যক্তিও ঘোড়ার পিঠে চেপে বিয়ে করতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন বরযাত্রীরাও, চলছিল নাচানাচি। কেউ আবার বাজি ফাটাচ্ছিলেন। এই সময় আচমকাই ক্ষেপে ওঠে ঘোড়াটি। এরপর দৌড় শুরু করে। পিঠে তখন বর বসে। তাকে বাঁচাতে পেছনে দৌড়তে শুরু করেন অনেকেই।
এরপর কিছুটা দূরে গিয়ে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। শরীরের বেশ কিছু জায়গায় আঘাতও পান তিনি। এরপর প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তিনি ফের বিয়ে করতে যান।
সূত্র: সংবাদ প্রতিদিন