বাংলার সময় বীর মুক্তিযোদ্ধা জয়নাল হক সিকদার আর নেই
১০-০২-২০২১, ২১:৫৭
মফিজুর রহমান রিপন

সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় জয়নুল হক সিকদার ইন্তেকাল করেছেন। তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হকের পিতা।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশের সময় দুপুর ২ টার দিকে দুবাইয়ের জার্মান হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
তিনি শোক বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল হক সিকদারের মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক হারালাম, আর আমি হারালাম একজন অভিভাবক। তাঁর অভাব অপূরণীয়। শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করি মহান আল্লাহ রাব্বুল আলামীন (চাচাকে) তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন।’
এছাড়াও শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও শরীয়তপুর ৩ আসনের সাংসদ সদস্য নাহিম রাজ্জাক।
এছাড়াও শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও শরীয়তপুর ৩ আসনের সাংসদ সদস্য নাহিম রাজ্জাক।