বাংলার সময় পাটগ্রাম পৌর আ.লীগ সাধারণ সম্পাদক বহিষ্কার
০৩-০২-২০২১, ১৭:২৪
মোফাখখারুল ইসলাম মজনু

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় লালমনিরহাটের পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান স্বাক্ষরিত নোটিশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মো. রাশেদুল ইসলামকে ওই পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেন। দলীয় সিদ্ধান্ত না মেনে গত ১৭ জানুয়ারি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ বিষয়ে তাকে নোটিশ প্রদান করা হলেও তা উপেক্ষা করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছেন। সে কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মো. রাশেদুল ইসলামকে ওই পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেন। দলীয় সিদ্ধান্ত না মেনে গত ১৭ জানুয়ারি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ বিষয়ে তাকে নোটিশ প্রদান করা হলেও তা উপেক্ষা করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছেন। সে কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।