খেলার সময় দীর্ঘদিন পর বৈঠকে বিসিবি
২৭-০১-২০২১, ১৩:২৯
ওয়েব ডেস্ক

দীর্ঘ ১০ মাস পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের-বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সভাকক্ষে বসেছে এ বৈঠক। ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
সবশেষ গত বছরের মার্চে অনুষ্ঠিত হয় বোর্ড সভা। যে সভাতে সিদ্ধান্ত হয় তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়ক করার। এরপর কোভিড-১৯ প্রাদুর্ভাবের জন্য ক্রিকেট বোর্ডের স্বাভাবিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটে। ফলে অনুষ্ঠিত হয়নি পরিচালনা পর্ষদের কোনো সভাও।
যদিও ভার্চুয়ালি সভা করেছে আইসিসি, বিসিসিআইসহ বিভিন্ন সংগঠন। নানা সিদ্ধান্ত ঝুলে থাকায় এবার ভার্চুয়ালি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার আলোচ্যসূচিতে আছে পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নকশা ও নির্মাণকারী প্রতিষ্ঠান নির্ধারণ, নতুন মেয়াদে নির্বাচক প্যানেলের নিয়োগসহ বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের বিভিন্ন ইস্যু। একই সঙ্গে বিসিবি বার্ষিক সাধারণ সভা কবে হবে, সে বিষয়েও আসতে পারে সিদ্ধান্ত।