খেলার সময় ইংল্যান্ডের বিরুদ্ধে কি অর্ধেক গোঁফ কেটে মাঠে নামবেন অশ্বিন!
২৭-০১-২০২১, ০৫:০৪
ওয়েব ডেস্ক

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই চেতেশ্বর পূজারাকে ওপেন চ্যালেঞ্জ দিলেন রবিচন্দ্রন অশ্বিন। আর অশ্বিনের সেই চ্যালেঞ্জ যদি পূজারা জিতে যান তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অর্ধেক গোঁফ কেটে মাঠে নামবেন অশ্বিন।
কী এমন চ্যালেঞ্জ পূজারাকে ছুঁড়ে দিলেন অশ্বিন? টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে আড্ডায় অশ্বিন জিজ্ঞাসা করেন- আমরা কি কোনও দিন পূজারাকে অফ স্পিনারের বিরুদ্ধে স্টেপ আউট করতে দেখব?
উত্তরে বিক্রম রাঠোর বলেন, কাজ চলছে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। অন্তত একবার যেন বোলারের মাথার উপর দিয়ে ও বল মারে। নানা কারণ দেখিয়ে এখনও মানতে চায়নি।
আর তখনই হেসে অশ্বিন, পূজারাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘ও যদি মঈন আলি কিংবা ইংল্যান্ডের অন্য কোনও স্পিনারের মাথার উপর দিয়ে স্টেপ আউট করে বল পাঠায় তাহলে আমি অর্ধেক গোঁফ কেটে খেলতে নামব। ওপেন চ্যালেঞ্জ রইল।’
অশ্বিনের এই চ্যালেঞ্জ যদি পূজারা পূরণ করেন তাহলে অশ্বিন কথা রাখেন কিনা এখন সেটাই দেখার।
সূত্র: জি নিউজ