বাংলার সময় ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষ, ১৫ দোকান-বাড়ি ভাঙচুর
২৬-০১-২০২১, ২২:৪৬
সুমন ইসলাম

পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুরের সালথার গোয়ালপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় গোয়ালপাড়া বাজারের ৫টি দোকান ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িসহ ১০ বাড়ি ভাঙচুর করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) দিনগত রাত থেকে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত দফায় দফায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এলাকাবাসী জানায়, আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মলয় বোষ ও তার সমর্থক জিয়া হত্যা মামলার সাক্ষী হওয়া আসামিপক্ষের লোকজন তাদেরকে বিভিন্ন সময়ে নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালথা উপজেলার চেয়ারম্যান ওদুদ মাতবরের সমর্থরা ঢাল, সড়কি, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আটঘরের চেয়ারম্যান সোহাগ ও তার সমর্থকদের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তবে এ ব্যাপারে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।