খেলার সময় প্রস্তুত হচ্ছেন কোহলি
২৬-০১-২০২১, ২১:৫২
খেলার সময় ডেস্ক

প্রথমবার কন্যা সন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে তাই অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি নিয়েছিলেন তিনি। অ্যাডিলেড টেস্টের পর ফিরে যান ভারতে। তার অনুপস্থিতি সত্ত্বেও ৩২ বছরের রেকর্ড ভেঙে অজিদের বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে ভারত।
গেল ১১ জানুয়ারি কন্যা সন্তান জন্ম নেয় কোহলি-আনুশকার ঘরে। সে জন্য গেল কিছুদিন ধরে ক্রিকেটের বাইরে আছেন কোহলি। তবে এবার ক্রিকেট ফেরার পালা। আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি।
এই সফরের আগে ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন কোহলি। তাই এরইমধ্যে শুরু করে দিয়েছেন শরীরচর্চাসহ নানা অনুশীলন।
সম্প্রতি টুইটারে এমনই একটি ছবি পোস্ট করেছেন কোহলি। ছবিতে দেখা যায় জিমে ভারোত্তোলন করছেন তিনি।
ইংল্যান্ড সিরিজে দলে থাকা খেলোয়াড়রা আগামী ২৭ জানুয়ারি চেন্নাই পৌঁছানোর কথা। করোনা পরীক্ষার পর অনুশীলন শুরু করবেন কোহলিরা। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট।